নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

আসবে বলো

১১ ই মে, ২০২৪ রাত ১১:৫৫

আসবে বলো
সাইফুল ইসলাম সাঈফ

যদি কেউ না থাকে পাশে
অগোচরে বহুজনে তাচ্ছিল্যে হাসে!
ধরে ফেলতে পারো আমায়
আমার হৃদয় খালি, বুঝলে খালি
যা আছে কেবল আর্বজনা।
প্রথম যখন অনুভূত হয়
তখন থেকেই শুধু খুঁচ্ছি, খুঁচ্ছি…
তোমায় আমার ভালো লেগেছে
তোমায় আমার পছন্দ হয়েছে।
একলা যদি হও তবে বুঝবে
তা কত ভীষণ জ্বালা!
সইতে সইতে উত্তপ্ত কয়লা।
সঙ্গীর জন্য জমা কত ভালোবাসা।
তোমার জন্য বাঁচা আর আশা।
আমি রঙিন, তোমায় রাঙাবো
আমার রঙে, তোমায় ভুলাবো।
জ্বলজ্বলে রোদ বাগে ফুলের সুবাস
সেথায় তোমায় নিয়ে করবো নিবাস।
আসবে বলো সানন্দে এই বুকে
মরছি আমি তিলে তিলে ধুকে!
তুমি এলে আত্মবিশ্বাস ফিরে পাবো
তুমি এলে কথা ছন্দে মুগ্ধ করবো।
তুমি দিবে অনুপ্রেরণা, যাবো এগিয়ে
রাখবো খুব যতনে সারাজীবন হৃদয়ে।

দলিপাড়া. তুরাগ, ঢাকা।
১১.০৫.২০২৪


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৪ বিকাল ৩:০৩

নয়ন বিন বাহার বলেছেন: একলা থাকার অনেক জ্বালা। দোকলা থাকার জ্বালাও কম না! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.