নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
খেয়ালখুশি
সাইফুল ইসলাম সাঈফ
মন চায় খেয়ালখুশি মতো চলি
মন চায় যেমন ফোটে কলি।
মন চায় ছড়াই বাতাসে সুবাস
মন চায় সুন্দর সাজাই আবাস।
মন চায় তোমার সাথে সংসার
মন চায় সুখ চায় বারবার!
মন চায় সবসময় থাকি আনন্দিত
মন চায় হই জীবনে প্রশংসিত।
মন চায় সব হোক ভালো
মন চায় দেখি দীপ্তি-আলো।
মন চায় রোজ উঠি ঊষায়
মন চায় বলি চমৎকার ভাষায়।
মন চাইলেও যায় না করা
মন মতো হলেও অসম্ভব ধরা।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
১৫.০৫.২০২৪
২| ১৫ ই মে, ২০২৪ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: মন সবই চায় কিন্তু--------------
মরণ চায় না
তবু কেউ ধরে রাখতে পারে না
আপনেই চলে আসে!