নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তুমি বললে
সাইফুল ইসলাম সাঈফ
খুব তৃষ্ণার্ত, তুমি তৃষ্ণা মিটালে
খুব ক্ষুধার্ত, তুমি খাইয়ে দিলে।
শ্রমে ক্লান্ত, ঘর্মাক্ত দেহে তুমি
ঠান্ডা জলে মুছে দিলে, ঊর্মি
বাতাস বইবে, শীতল হবে হৃদয়
ঘুম ঘুম চোখে পাবে অভয়।
তোমার আলপনা দেখে হবো মুগ্ধ
ঘরে ভেসে বেড়াবে তোমার সুগন্ধ।
শিয়রে বেসুর কণ্ঠে গুন গুন
দুলে দুলে উঠবে আমার মন।
অথবা ছন্দহীন তাল মাত্রা বিহীন
যা শোনাবে তাতেই হবো বিলীন।
মৃদু হেসে কথা বললে শীতল
সত্য ভালবাসা, পাবো প্রেরণা প্রবল।
মাথার ঘন চুলে আঙুলগুলো ভুলিয়ে
দিলেই জান্নাতের অনুভব নিশ্চিত হৃদয়ে!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২২.০৫.২০২৪
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
বিয়ে করেছেন আপনি?