নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমি মগ্ন
সাইফুল ইসলাম সাঈফ
ঘুমের ঘোরে স্বপ্নে, আমি মগ্ন
চাওয়ার মতো কি হয় অনন্য?
সব বর্ণে আমি মুগ্ধ হয়েছি
বুদ্ধিমতী- সুবর্ণ যা কামনা করছি।
চোখ দুটো মায়া ভরা কিনা
তুমি অপলক আমায় দেখো না!
প্রচন্ড ঢেউয়ে সাগরে সবকিছু লন্ডভন্ড
গভীর বেদনা, তুমি বিহীন কান্ড!
তুমি হতে পারো আমার প্রাচুর্য
কারণ তোমায় দেখে হয়েছি আশ্চর্য!
দিবো তোমায় চাওয়ার মতো সুখ
ভুলিয়ে দিবো যত কঠিন দুখ!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৩.০৫.২০২৪
২৩ শে মে, ২০২৪ রাত ১০:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: আপনিও খুব সুন্দর লিখেন
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
ভালো লাগলো সাইফুল ভাই
ভালো থাকুন