নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বহুরঙের
সাইফুল ইসলাম সাঈফ
লাল ফুলে প্রিয়া তোমায় খুঁজি
হলুদ ফুলে প্রিয়া তোমায় খুঁজি
নীল ফুলে প্রিয়া তোমায় খুঁজি
বেগুনি ফুলে প্রিয়া তোমায় খুঁজি
সাদা ফুলে প্রিয়া তোমায় খুঁজি
বহুরঙের ফুলে প্রিয়া তোমায় খুঁজি
কল্পনা করি সুন্দর ফুলের মাঝে
মনের মিলের জন্যই যুগল সাজে।
সুন্দর সুন্দর বাহারি সব ফুলগুলো
সুরম্য! ভেবে ভেবে যায় দিনগুলো।
না পেয়ে সঙ্গীর সঙ্গ এলোমেলো
কিছুই ভালো লাগে না, অগোছালো।
এসো না করে দাও পরিপাটি
এসো না একসাথে বহুদূর ছুটি।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২৮.০৫.২০২৪
২| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:৩৫
নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...
৩| ২৯ শে মে, ২০২৪ দুপুর ২:০৪
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৪ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়