নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যদি আসি
সাইফুল ইসলাম সাঈফ
তোমার নিরবতায় বাড়ছে আমার যন্ত্রণা
উজ্জীবিত হচ্ছি দিনদিন পেয়ে প্রেরণা।
যদি আসি তোমার নব ধারায়
যদি এসে বসি তোমার কিনারায়।
ধুয়ে দিবো পদ্মার জলে জ্বালা
পরিয়ে দিবে বকুল ফুলের মালা?
যদি আসি নিবে ব্যথার জোয়ার-
হেসে? প্রাণ ফিরে পাবো আবার।
যদি আসি মুছে দিবে বিষাদ
অতীত ভুলে হবো উজ্জ্বল চাঁদ!
সুখের নিদ্রায় দিবে পাহারা নিরালায়
সত্যি তোমার কথাগুলো আমায় ভাবায়।
যদি আসি হিমাদ্রির নীলিমার তরে
প্রাণবন্ত উৎসবমুখর হাসি হাসবো অকাতরে!
অজস্র স্মৃতির আলপনা দিবে জুড়ে
বিচরণ করবো মৌনরাজ্য ঘুরে ঘুরে।
যদি আসি কালো কুকিলের কুহুতানে
চেয়ে দেখবো দৃশ্য খোলা বাতায়নে।
হিমঝুরি ফুলের ঘ্রাণ আসবে হাওয়ায়
কুপোকাত হবো পেয়ে তোমার ইশারায়।
যদি আসি স্বর্ণশিমুল মহুয়া হাতে
যত্নে রাখা মায়া দিবে চিত্তে!
সোনালী রোদ, তপ্ত দুপুরের সুর
নিবে খুঁজে আমায়, যাবো বহুদূর।
যদি আসি মধ্যরাতে তারার ভিড়ে
প্রতিশ্রুতি, যাবে না পিঞ্জর ছেড়ে।
ঊষার দুয়ারে সাজিয়ে রঙিন সূর্যদয়ে
আঁধার কেটে, সুখের বর্ষণ হৃদয়ে।
যদি আসি, বজরা নায়ের বাদাম
তৃষ্ণা মিটালে পাবে প্রচুর দাম।
আপন মনে অপেক্ষায় নদীর কুলে
আনমনা হয়ে আছি, উতলা, উথলে।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৫.২০২৪
©somewhere in net ltd.