নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
প্রাপ্তিই সুখ
সাইফুল ইসলাম সাঈফ
রবের কাছে প্রার্থনা প্রাপ্তিই সুখ
সংযত একা থাকা এটাও অসুখ।
সবাই তো সুখ খুঁজে জীবনে
কত কিছুই সাজায় কল্পনায়, স্বপনে।
হয় না চাওয়ার মতো মিল
তবুও খুশি আছে মানুষের দিল।
করতে চেয়েছি ভালো কাজ আজ
মন্দ হয়ে গেছে, লাগে লাজ!
চেয়েছি হবে অনেক আমার বিত্ত
ভেবেছি হবে আমার সুন্দর চিত্ত।
তবুও হয়ে গেছে ভুল-ত্রুটি
কারো কাছে যোগাড় কঠিন রুটি।
কারো আসে এত এত সম্পদ
কেউ পায় না সম্মানের পদ।
প্রায় প্রত্যেকের চাওয়া হাসি-খুশি
প্রায় প্রত্যেকে চায় বেশি বেশি।
তুমি চাইলে হবে ফুলে-ফলে
অনাদরে পড়ে আছি নেই দলে।
গুণ দিয়ে পাঠিয়ে আমায় প্রভু
চেতনা হারিয়েও, খুঁজি তোমায় তবু।
ভালো লাগে না, ইচ্ছেগুলো মরে
তুমি চাইলে হবে তাজা, তরতরে।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩১.০৫.২০২৪
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১:৫৪
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লেগেছে । শুভ কামনা রইল।