নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জানিয়ে জুনিয়ে
সাইফুল ইসলাম সাঈফ
প্রেম হোক তাহলে জানিয়ে জুনিয়ে
আর ভাঙবে না, থাকবে হৃদয়ে!
সত্যি বা বাস্তব করো স্বপ্ন
আর হবে না মন ভগ্ন।
গোপন প্রেমের হয় মৃত্যু-দাফন
করে নাও বৈধ একেবারে আপন।
তখন উৎসাহ দিবে, সবাই খুশি
প্রভুও হবে সন্তুষ্ট, ছড়াবে রশ্মি!
ফেটে চৌচির ভুমিও সজীব হয়
তরতাজা মুখও একদিন মলিন হয়।
জুটি না হলে, এদিক সেদিক
হারায় সে যথা সময়ের দিক।
আমারও তোমার মতো গোপনে কত
দিন যায় যত বাড়ে ক্ষত!
এসো হয়ে যাই, ভালবাসি চূড়ান্ত
যা রবে নিখুঁত জগতে অনন্ত।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০১.০৬.২০২৪
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর প্রেমের কবিতা