নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তৃপ্তির হাসি
সাইফুল ইসলাম সাঈফ
আমিও সুখে-খুশিতে তৃপ্তির হাসি
আমার সব বিষয় দুখের না
যখন জগত নিয়ে, মানুষ নিয়ে
ভাবনায় থাকি! প্রশান্তি হয় হৃদয়ে।
যা কেবল বুঝে, দেখে প্রভু
অনেক কিছুই পেয়েছি, চায় তবু।
টাকা থাক আর না থাক
কী কঠিন ভাবে যায়, অবাক!
যার একান্ত কাছের সঙ্গী নাই
তার পৃথিবীতে সত্যি কিছুই নাই!
আর আমার একা যাচ্ছে দিন
কোনো ভাবে আসছে না সুদিন।
চেয়েছি পেয়েছি এমন অনেক ঘটনা
তাও উদ্বিগ্ন, চাওয়াতে বাড়ে যাতনা!
একই শ্রেণীতে আমরা অনেকেই পড়ি
কারো জিৎ কেউ হয়তো হারি।
ছুটি কিন্তু সবাই, ছুটি সবাই
প্রত্যাশা মতো হয়, কারো নাই।
আমি পরাজিত নই, আমি বিজয়ী
দিনদিন অনাবৃত হচ্ছে এই সমাজই।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০৩.০৬.২০২৪
©somewhere in net ltd.