নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

জ্বলানো

২০ শে জুন, ২০২৪ রাত ৮:৩৫

জ্বলানো
সাইফুল ইসলাম সাঈফ

প্রত্যহ ভালবাসার জন্য হৃদয়ে হাহাকার
প্রত্যহ ভুলি, মনে পড়ে আবার।
প্রত্যহ আকাশ জুড়ে জমে মেঘ
প্রত্যহ ঝড় বৃষ্টির এত বেগ।
মাঝে মাঝে জ্বলজ্বল নীল গগন
হাসি ফুটে উঠে ফুরফুরে মন!
কখনো কখনো বুক ফেটে চৌচির
বাঁচার আসায় লড়ে হই বীর।
শূন্য চিত্ত পূর্ণ হলো না
কমে না, কমে না, যাতনা!
অগোচরে কত কিছু করি আবৃত্তি
হয়ত পাই, পাই না তৃপ্তি।
তুমিও বুঝলে না মনের উক্তি
আর পেলাম না প্রেম প্রীতি।
সারাদিন রাত তোমার ছায়া সঙ্গে
সঙ্গী ব্যতীত কে বলো রাঙ্গে!
তোমার দরজায় কড়া নেড়ে ডাকি
সাড়া পাওয়ার জন্য আসায় থাকি।
প্রত্যহ কত রূপে তোমায় খুঁজি
তোমায় ভেবে হারিয়েছি সব পুঁজি।
আমি বেসামাল তোমায় না পেয়ে
যতনে রাখবো আমার সব দিয়ে।
প্রত্যহ জ্বলানো আগুন নিবে না
প্রতিশ্রুতি দাও, আশ্বাস দাও না!

দলিপাড়া, তুরাগ, ঢাকা।
২০.০৬.২০২৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২৪ রাত ১০:০২

এম ডি মুসা বলেছেন: আপনার জন্য শুভ কামনা,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.