নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পংক্তি
সাইফুল ইসলাম সাঈফ
নিশ্চুপ কেন্? সাড়া শব্দ নাই
তাহলে আশাহত, প্রশান্তি কোথাও নাই।
২৭.০৪.২০২৪
তোমার কাছে চাই আমি প্রীতি
তোমার কাছে চাই সুখের স্মৃতি।
২৯.০৬.২০২৪
অনুভূত হচ্ছে খুব, মনে টান
নিশ্চয় পাবে তুমি যথা সম্মান।
২৯.০৬.২০২৪
বুঝেও ভুল করি শোধরাই কই
নতুন নতুন ভুল সৃষ্টিতে রই!
২৯.০৬.২০২৪
টের পেয়েছো কি?
আমি এসেছি
তোমার মনের বারান্দায়
আমি বলছি।
চুপি চুপি না চোখের ইশারায়
মুখোমুখি বলবো কথা, না কল্পনায়।
০৪.০৬.২০২৪
দেখতে চায় মন তোমার চেহারা
সুরম্য দুচোখ যেনো আকাশের তারা!
৩১.০৫.২০২৪
সাদা এপ্রোন দেখলে কারো গায়ে
মমতা, ভালবাসা জাগে আমার হৃদয়ে।
৩১.০৫.২০২৪
উদাসীন হয়ে যেওনা একা বিলীন
কোথায় কবে কে একেবারে অমলিন।
হাত ধরো, সুখি হও সারাদিন
ত্রুটিগুলো যন্ত্রণা দেয় রাত-দিন।
২৫.০৫.২০২৪
সারাবিশ্বে সুখ খুঁজি, সুখ নাই
আপন ঘরে কেবল আছে ব্যথাই!
কারণ প্রিয়া কাছের মানুষ নাই
কোনো অভয় নাই, কিছুই নাই।
২৫.০৫.২০২৪
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৬.২০২৪
২| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৫৯
মায়াস্পর্শ বলেছেন: দারুন ।
৩| ০১ লা জুলাই, ২০২৪ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতাগুচ্ছ
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২৪ দুপুর ২:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর, সাজনো, গোছানো কথামালা।