নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শূন্য হাত
সাইফুল ইসলাম সাঈফ
আমারও শূন্য হাত, রিক্ত, একলা
ধরতে পারো, ভেবে আমিও উতলা।
আহ্ববান করি এসো একসঙ্গে চলি
চলে যাবো বহুদূর, ফুটাব ফুলকলি।
ভেবে যাবে বেলা, হবে হতাশ
বেদনায় ছাড়বে দীর্ঘশ্বাস, হবে নিরাশ।
কার জন্য করছো এত অপেক্ষা
সময় হারালে তখন অসম্ভব রক্ষা।
এত আবেগ ভালো না, ঠিক
কখনো কখনো তা দেখায় দিক।
আমিও বাস্তবতা বুঝে গেছি বুঝলে
সিদ্ধান্ত নেই জেনে শুনে ফলাফলে...!
আবেগের কারণেই আমার এত ক্ষতি
এলোমেলো হয়ে গেছে আমার মতি।
তোমার আকাশ স্বীয় করব মেঘমুক্ত
রোদে জ্বলজ্বল করবে যেমন মুক্ত!
বসন্ত আবার আসবে ফিরে ফিরে
চলে এসো বুকের এই তরে।
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
০২.০৪.২০২৪
২| ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২৪ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক আহ্বন কবি