নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
সাইফুল ইসলাম সাঈফ
আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ
বাংলার কাব্যের বহুরঙের মন জুড়ানো হ্রদ।
তারা উৎসাহ দেয়, করে অনুপ্রাণিত, প্রাণবন্ত
জেগে উঠে ঘুমে থাকা গুপ্ত-সুপ্ত।
প্রশংসা করে যথা গুণের যেমন ঊষা
এখানেই ব্যবহার হয় সঠিক মায়ের ভাষা।
প্রথম পরিচয় করে, গুলে জান্নাত আফরোজ
তাই রাখি খোঁজ, দিন-রাত রোজ।
বহুদূরে এগিয়ে যাওয়ার স্বীকৃতি সম্মান
দৈনিক সেরা কবি হওয়ার আছে প্রমাণ।
এসো প্রকাশ করো হৃদয়ে কথা-উক্তি
তাহলে পাবে বিষণ্ণতা থেকে ভীষণ মুক্তি।
ছড়িয়ে পড়বে জানবে জগত তোমার ভাব
প্রতিটি চিত্তে রয়েছে কত কত অভাব।
পড়তে হবে, জানতে হবে, জানাতে হবে
স্বাধীন হবে, দুলে উঠবে, শান্তি তবে।
খুঁজে পেয়েছি রত্ন, উন্নত পথ সমীচিন
যা হবে না কখনও বিলীন চিরদিন।
বন্ধু ছিলো না অচেনা এখন চেনা
তারা আমার ভুল-ত্রুটির নিখুঁত আয়না।
হাত ধরে নিয়ে যাবে দূরে, বহুদূরে
সম্মানিত হবে জীবন জুড়ে, পৃথিবী জুড়ে।
উত্তরা, ঢাকা।
০৫.০৭.২০২৪
©somewhere in net ltd.