নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
দুর্গন্ধযুক্ত ফুল
সাইফুল ইসলাম সাঈফ
কত কত ফুল কত সুন্দর
দুর্গন্ধযুক্ত কটু কারো অন্তর, অন্দর।
আমারও কার্য মন্দ হয় প্রায়
অপ্রত্যাশিত হয়ে যায়, থাকতে উপায়।
ইচ্ছে ছিল উঠবো অনেক উঁচুতে
ইচ্ছে ছিল উঠবো রোজ প্রভাতে।
পারি না, পেরে উঠি না
তাই দুঃখ আমায় ছাড়ে না।
কত কত ফুল কত চমৎকার
সুগন্ধযুক্ত যা সারা জীবন দরকার।
আমারও কার্য ভালো হয় প্রায়
প্রত্যাশিত হয়ে যায়, পাই উপায়।
যৌবন গেলো রমণীর ছোঁয়া ব্যতীত
ভালবাসা না পেয়ে খুব ব্যথিত।
সানন্দে এলো না পাশে রহস্য
উধাও হয়ে গেছে মনের হর্ষ।
উত্তরা, ঢাকা।
২৭.০৭.২০২৪
©somewhere in net ltd.