নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জিতিয়ে দাও
সাইফুল ইসলাম সাঈফ
জিতিয়ে দাও আল্লাহ ঠিক কাজে
ময়লা জমেছে মনে, আছি লাজে।
যদি হয়ে যায় সব প্রকাশ
বেঁচে থাকার থাকবে না অবকাশ!
ভদ্র, শিষ্ট, সংযত করো আমায়
দিন যায় একলা, থাকি বেদনায়!
তুমি যেভাবে পথ দিয়েছ বাতলে
সেভাবে যেনো বুঝি, লাভ ফলাফলে।
নিরানন্দ কারো ভালো লাগে না
সুখ পছন্দ সবার, দাও না!
দূর করে দাও, যাদের যাতনা
কল্পনা মতো সব ঠিক না।
চাওয়ার মতো যদি সব ঘটে
তাহলে দুর্গন্ধ ছড়াবে এই তটে।
নগ্ন মানুষ দেখা যায় সহজে
জীবন ওরা কেনো এভাবে বুঝে?
বৈধ পন্থা করেছে এত কঠিন
নিষেধ দেখে দেখে যায় দিন।
স্বাভাবিক করে দাও না জীবনধারণ
জীবনসঙ্গী পাইয়ে দাও, অসহ্য কারণ!
উপযুক্ত সময় চলে গেছে কবে
সঙ্গহীন তবুও পাপ হয়, হবে।
আর পারছি না সইতে জ্বালা
অসম্ভব বাঁচা, যেনো তপ্ত ইটখোলা!
উত্তরা, ঢাকা।
১৯.০৮.২০২৪
©somewhere in net ltd.