নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

ভীষণ ক্লান্ত

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৩

ভীষণ ক্লান্ত
সাইফুল ইসলাম সাঈফ

প্রতীক্ষা করতে করতে ভীষণ ক্লান্ত
অত্যান্ত দুখে মন চায় অন্ত!
সময় চলে যায় উদ্বাস্তুর মতো
মুছে যাক স্মৃতি ত্রুটির যতো।
ভালোবাসা ছাড়া কেটে যায় দিন
বেসামাল হয়ে যাচ্ছে হৃদয় প্রতিদিন।
প্রেয়সী সাড়া দাও, খোলো জানালা
ভোর হয়ে এসো আমার অবেলা।
আওড়াই নিত্য কত না কিছু
প্রিমিক হতে চাই, দিব সবকিছু।
আমার জন্য কী তুমি ফোটোনি
নিখুঁত অনুরাগ জমা যা ভাবোনি।
একলা থেকে বুঝি তোমার গুরুত্ব
তুমি হয়ে যাও আমার স্বত্ব।
তোমার সাড়া পেলে হবো উজ্জীবিত
তোমার ছোঁয়া পেলে হবো কম্পিত!
সাহস আমার কম, এভাবে বলি
তুমি প্রথম প্রেরণার মনোহর ফুলকলি।
আর সহ্য হয় না নিঃসঙ্গ
স্পর্শ চায় কি তোমার অঙ্গ?
কত যে উদগ্রীব পেতে তোমায়
সঙ্গীর চিন্তা আমায় খুব ভাবায়।
মুছে ফেলা অসম্ভব, বিফল স্বীয়
রমণী ব্যতীত পুরুষ একদম অপ্রিয়।
তুমি এসো আলোকিত পূর্ণিমা হয়ে
সুখানন্দ যা যাবো আজীবন বয়ে।

উত্তরা, ঢাকা।
০৮.১০.২০২৪





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.