নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

রাতের শেষ

১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

রাতের শেষ
সাইফুল ইসলাম সাঈফ

রাতের শেষ দিকে পূর্ব দিগন্ত
উঠো জোয়ান থেকো না ঘুমন্ত।
তোমার গন্তব্য অত্যন্ত সুন্দর উন্নত
না জাগলে হারাবে সুখের অন্ত।
আকাশ দেখা যায় মাঝে মাঝে
নীল আলোময় কত চমৎকার সাজে।
আবার দেখা যায় কালো মেঘ
ঝড় বাতাসের ধ্বংসের তীব্র বেগ।
পানি খেয়ে তৃষ্ণা মিটে তটে
বিভিন্ন ধরণের রঙের ফুল ফুটে।
কখনো কখনো তা বিষাদের হেতু
পাড় হতে হবে দুর্গম সেতু।
সীমা রয়েছে প্রতিটি বিষয়ের যুবক
কতকিছু দেখা যায় ফেললে পলক।
পৃথিবীতে সব সমাজে বিদ্যমান অন্যায়
সঠিক করো কাজ থাকতে ন্যায়।
প্রতিমুহূর্ত তুমি কি সুখ পাবে?
কিছু না কিছু তুমি খোয়াবে।
প্রতিটি মানুষের চরিত্রে থাকে ভিন্নতা
কারো বিশালতা আবার কারো দীনতা।

উত্তরা, ঢাকা।
১৩.১০.২০২৪



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.