নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কল্পিত বউ

১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৮

কল্পিত বউ
সাইফুল ইসলাম সাঈফ

বউ অল্প ধার্য করেছে কাবিন
এই ভেবে সুখে যায় দিন।
স্বল্প আয়ের সংসারের ধরেছে হাল
রোজগার করে আনি টাকা হালাল।
মিষ্টভাষী, কথা কাজে সে গুণী
সে হচ্ছে মনের মতো রাণী।
যা রান্না করে সব সুস্বাদু
মায়াবী হাসি তার কথা মৃদু।
প্রশংসা করি তোমার তুমি উন্নত
কিছু লিখলে করে আমায় অনুপ্রাণিত।
তাকে পেয়ে আজ আমি উজ্জীবিত
তাকে পেয়ে সুখি আর আনন্দিত!
ত্রুটি হলে করে দেয় সংশোধন
চিন্তা মুক্ত তাকে পেয়ে এখন।
সেও ভালো লিখে চমৎকার কথা
দেয় না আমায় কভু ব্যথা।
সংযত, ভদ্র, শিষ্ট, সুন্দর রূপ
যদি রেগে যাই থাকে চুপ।
দিতে চাই না তাকে যন্ত্রণা
কারণ সে আমার স্বপ্নের আল্পনা।
দিতে চাই তাকে যথাযথ সম্মান
কারণ সে আমার সম্পদ মান।
একলা থেকে বুঝেছি ভীষণ কঠিন
সে এনেছে ফিরিয়ে আমার সুদিন।
হেফাজত করুক আল্লাহ বিপদ থেকে
সে সত্য পথের ছবি আঁকে।
ইবাদত করবে পাওয়ার জন্য জান্নাত
সুখময় করে দিয়েছে আমার রাত।
দুখেই যেতে আমার দিন, প্রতিদিন
সে থাকবে আমার হৃদয়ে অমলিন।
আমার দুচোখ করে দিয়ে শীতল
সে হচ্ছে আমার পূণ্যের অতল।

উত্তরা, ঢাকা।
১৭.১০.২০২৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তবে বিয়ে করেছেন কী?

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: না বোন কিছুই করি নি প্রেম বিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.