নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সেদিন ছিল ১৮ই জুলাই

২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৩

সেদিন ছিল ১৮ই জুলাই
সাইফুল ইসলাম সাঈফ

ঘুম থেকে দুপুর বেলা উঠলাম
খাবার খেয়ে উদ্দেশ্যহীন ছুটলাম।
তীব্র ইচ্ছে করছে চা খেতে
এদিক সেদিক খুঁজছি চায়ের দোকান।
হাঁটতে হাঁটতে চলে এলাম রাজলক্ষ্মী
অগণিত ছাত্র-ছাত্রী, নেই কোনো পক্ষী।
একবার আগায় আবার পিছায়
কত সাহস, কত শক্তি,কে তাদের হারায়
হঠাৎ উড়ে এলো টিয়ার শেল
চোখ, নাক, মুখ করছে জ্বালাতন।
এভাবে চলছে অনেক ক্ষণ
হঠাৎ নিরবতা বিপ্লবীরা এগিয়ে যাচ্ছে
উত্তরা পূর্ব থানার দিকে
আমিও গেলাম সেদিকে।
লন্ডন প্লাজার কাছে এসে থামলাম
শ্লোগানে মুখরিত চারদিক।
মুখোমুখি শিক্ষার্থী আর পুলিশ
হঠাৎ মুহুর্মুহু গোলা গুলি
প্রাণ বাঁচাতে ছুটছে, আমিও ছুটলাম
সেদিন ছিল ১৮ই জুলাই।

উত্তরা, ঢাকা।
২২.১০.২০২৪

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:




আপনি আহত হয়েছেন, মতিয়া চৌধূরীর বিপক্ষে ১টা মামলা করে দেন।

"সাধারণ ছাত্রদের আন্ডোলনে কবি আহত"।

২| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।

আপনি আন্দোলনে ছিলেন । ধন্যবাদ আপনাকে

৩| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা ভালোলেগেছে। সেদিন রাস্তায় আমিও ছিলাম তবে ক্যামেরা সাথে না থাকায় তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি। যতটুকু করতে পেরেছি তার কিছুটা শেয়ার করছি। ধন্যবাদ।

৪| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩১

মেহবুবা বলেছেন: আমাদের নিকট অতীত এত ভয়াবহ ছিল ভাবতেই শিউরে উঠি। এমন দিন দেখতে হবে কল্পনাও করিনি কোন দিন।

৫| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: ৭নং সেক্টরে বহু বছর ছিলাম।রাজুক এবং স্কলাষ্টিকায় মেয়েরা পড়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.