নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমার সূর্যদয়
সাইফুল ইসলাম সাঈফ
তোমার খালি হৃদয়, বুঝতে পেরেছি
তুমি সুন্দর, আমি খুব ভাবছি।
দেখো তাকিয়ে আমায় কেমন লাগে
আমি রাজি, থাকবে সবসময় অনুরাগে।
তোমার ইচ্ছে হলে জানাতে পারি সমস্ত
হৃদয়ে ঢেউ তুলো তুমি বিস্তৃত।
প্রতিটি রঙে রঙিন তোমার রূপ
শুধু দেখতে মন চায় অপরূপ!
তোমার চাহনি আমায় করেছে উন্মাদ
এই সৌন্দর্যের কাছে সব বাদ।
তোমার কথা ভাবলে কত উজ্জীবিত
তুমি সাড়া দিলে হই আনন্দিত।
তোমায় কল্পনা করলে সুখের অনুভূতি
বাড়ে মনে কেবল খুব প্রীতি।
তুমি হয়ে যাও না প্রমিলা
যা বিখ্যাত চিত্তের নীলাভ উর্মিলা।
তুমি এলে ওঠব পর্বত শৃঙ্গে
হাত বুলিয়ে দেবো সারা অঙ্গে।
এসো বুকে যেভাবে ফুলে ফুলে
প্রজাপতি আসে খুশিতে দুলে দুলে।
যদি হতে চাও আমার সূর্যদয়
চমৎকার জীবন যাপন পাবো উভয়।
উত্তরা, ঢাকা।
২৯.১০.২০২৪
২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে