নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যদি প্রস্তাব
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে যদি প্রস্তাব দেই
ফিরিয়ে দেবে কী ফিরেয়ে?
ক্ষণে ক্ষনে মনে পড়ে
দিন যায় বিরহে নিঝুমে।
তোমার মাঝে আমার সুখ
থেকো না তুমি বিমুখ।
জুটেনি হৃদয়ে, যাই মরে
বাঁচাও আমায় হাত ধরে।
তুমি তো সুবাসিত ফুল
আমায় করেছ এতই ব্যাকুল।
আনচান করে আমার মন
তুমি হও না, আপন।
তোমার আগ্রহে হই চাঞ্চল্য
তোমার আগ্রহে হই প্রফুল্ল।
তোমার আগ্রহে হই প্রাণবন্ত
তোমার আগ্রহে হই প্রশান্ত।
দেখতে কথা বলতে ইচ্ছে
খুব দুখে দিন যাচ্ছে।
তোমার সাথে আমার মিল
তোমায় আমি করি ফিল।
উত্তরা, ঢাকা।
০৩.১১.২০২৪
০৩ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৩ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন
৩| ০৩ রা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০
জিনাত নাজিয়া বলেছেন: কাছে আনার কৌশল টা জানলেই চলে আসবে। সুন্দর কবিতা।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
সাইফুলসাইফসাই বলেছেন: কৌশল জানা না্ই তাই একলা আছি-ধন্যবাদ
৪| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:৩২
পুরানমানব বলেছেন: আপনার ব্লগের বয়স অনুযায়ি কবিতার বয়স বাড়ে নাই।
০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০২
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক দিন অসুন্থ হয়ে পড়ে ছিলোম তাই এমন
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ কবিতা