নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
বিজ্ঞান ও প্রযুক্তি
সাইফুল ইসলাম সাঈফ
কিছু দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে
আধুনিক; প্রচুর সম্পদ, উন্নত চিন্তাতে।
উৎপাদন করে মানুষ মারার অস্ত্র
ওদের দেখতে লাগে একদম বিবস্ত্র!
ফিলিস্তিনের গাজায় ছোড়া হলো বোমা
মানুষ হত্যা করা ওদের উপমা।
এটা মেইড ইন আমেরিকা
সত্যি বলতে ওরাই বোকা।
রপ্তানি করে সবচেয়ে বেশি অস্ত্র
ওরা শক্তি, কর্তৃত্ব দেখায় সর্বত্র।
কতক জ্ঞানী ওদের সাফাই গায়
আসলে ওদের জীবন যাচ্ছে বৃথায়।
চূড়ান্ত তৈরি নেই ওদের কিছু
অকৃতজ্ঞ বিজ্ঞানী ছুটে মিথ্যের পিছু।
পৃথিবীর মাঝে সবকিছুর রয়েছে ধারণা
তা দেখে পায় চিন্তাশীল প্রেরণা।
আর সৃষ্টি করে নতুন কিছু
জগতে ওরাই খুব যে নীচু।
যদি জ্ঞানী হও করো বিতর্ক
ভয়ে থাকতে হবে না সতর্ক।
আমরা ভয়ংকর নই অতি সাধারণ
সবার নিশ্চয়ই হবে একদিন মরণ।
উত্তরা, ঢাকা।
১৪.১১.২০২৪
১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন বোন
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মরণের ভয় মানুষের মাঝে নাই আর।
ভালো লাগলো