নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
খুনসুটি
সাইফুল ইসলাম সাঈফ
প্রেম ভালোবাসা ছাড়া কেটে গেলো
নিভুনিভু হয়ে আসছে হৃদয় আলো।
তোমার ছোঁয়ায় হবে নব প্রাণ
ব্যাকুল করে সুগন্ধী, দেহের ঘ্রাণ।
হে কাঙ্ক্ষিত নারী, স্বপ্ন, কল্পনা
চিত্তে এসে মুছে দিলে যাতনা।
খেয়ালে খেয়ালে প্রতিমুহূর্তে সুখের দোলা
তোমাতেই করছি অনুরাগ প্রকাশ পহেলা।
তোমাকে দিব উপহার আমের মুকুল
তোমাকে দিব সুরম্য মনের কূল।
রমণীর প্রেরণায় পুরুষ হয় শ্রেষ্ঠ
একে অন্যকে বুঝে কারণ ঘনিষ্ঠ।
চুপ থেকো না, দাও সাড়া
তোমার পরশে হবে বিজয়ী সেরা।
অতীত নিশ্চয় জানা আছে তোমার
সফল পুরুষ, পেয়েছে জয় বারবার।
এক পশলা বৃষ্টির জন্য হাহাকার
আমার কাছে তুমি ভীষণ চমৎকার।
বলো তোমার সোনালি কাবিন কত
দিয়ে দিব আছে জমা যত।
এসো সংসার করি, করি খুনসুটি
কষ্ট করে জোগাড় করব রুটি।
খুশি আর আনন্দে রাখব সারাজীবন
সবচেয়ে থাকবে তুমি হয়ে আপন।
উত্তরা, ঢাকা।
০৬.০১.২০২৫
০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০
সাইফুলসাইফসাই বলেছেন: তা ঠিক প্রতিশ্রুতি দিয়েও রাখা যায় না কারণ নিজের মত ঘটনা ঘটে না
২| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব
০৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৯
এম ডি মুসা বলেছেন: আপনার নতুন ব ই আসবে এবার?
০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: বই আসার সম্ভাবনা নেই এবার- মনের দুখে লিখি এ আর কী। হয়ত কখনো বই হতেও পারে
৪| ০৭ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: প্রতিশ্রুতি দিয়েও রাখা যায় না অনেক সময়।