![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
যৌবনের ঊর্মি
সাইফুল ইসলাম সাঈফ
তুমি অন্ধ নও, তুমি দেখতে পাও
রঙিন পৃথিবীতে ভালো-মন্দ
সুন্দর তোমার দৃষ্টিপাত
তুমি রয়েছ বিরত।
আমার হৃদয় আয়নায় তুমি
তুমি আমার যৌবনের ঊর্মি।
দেখো চেয়ে এই চিত্তে
তোমার বিবিধ ছবি।
তুমি কাঙ্ক্ষিত, করেছি চিহ্নিত
তুমি আর আমি ওতপ্রোত।
কতো দেখেছি রূপ না মনোগত
আমার নাই এখনো বিচ্ছেদের ক্ষত।
না ঘটুক এমন ঘটনা
তুমি আমার প্রেরণা।
এসো বাস্তব করি স্বপ্ন
তোমাতে থাকতে চাই মগ্ন।
না হলাম বিশাল
ক্ষুদ্র তাতে সমস্যা কী?
সহজ সরল করব জীবন যাপন
সারাজীবন রাখব করে যতন।
উত্তরা, ঢাকা।
১৮.০১.২০২৫
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: বুঝলাম না
২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২১
জটিল ভাই বলেছেন:
সেই সঙ্গে সহজ-সরল কবিতা ♥♥♥
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৮
জুল ভার্ন বলেছেন: প্রত্যাশা পূরণ হোক।
১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৮
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৭
কিরকুট বলেছেন: শেষ দুই লাইন অযথা । বাদ দিলে বাকি টুকু অসাধারন !
২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪
সাইফুলসাইফসাই বলেছেন: ও ঠিক আছে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১০
কিরকুট বলেছেন: শেষ দুই লাইন মেড়ে দিয়েছে