নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অন্ধকার
সাইফুল ইসলাম সাঈফ
আলোতে বসে আছি
যত দূর আলোকিত
তত দূর দেখি
তারপর অন্ধকার
ঘুটঘুটে অন্ধকার
কিছুই দেখা যায় না!
কারণ আলো সীমিত
খুব কম পৃথিবীতে দীপ্ত।
অন্ধকারে বসে আছি
আশেপাশে সবকিছু অন্ধকার
কোথাও কিছুই দেখা যায় না
কিন্তু বহু দূরে নক্ষত্র যায় দেখা
আলোকিত আকাশে যায় না দেখা
বাতিগুলো অন্ধকারে যায় দেখা।
পৃথিবী জুড়ে, মহাকাশ জুড়ে
শুধুই অন্ধকার আর অন্ধকার
সূর্যের আলো আর অন্ধকার কালো
আকাশ নীল, নীল দেখতে ভালো।
আলো কম, আঁধার জীবন জুড়ে
সুখের রেশ কম,, দুখে হৃদয় পুড়ে।
উত্তরা, ঢাকা।
২৫.০১.২০২৫
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৬
সামিয়া বলেছেন: জীবনের দুঃখগুলো দূর হয়ে যাক, কবিতা খুব সুন্দর হয়েছে।
২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলো আসুক জীবনে
২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৭
সাইফুলসাইফসাই বলেছেন: আমীন
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বেশ।
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: অজস্র ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
বাকপ্রবাস বলেছেন: অন্ধকারেই দেখুন কবি অন্ধকারেই দেখুন
আমাদেরও দেখিয়ে দিন কিভাবে লেখুন