নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঝলকানি
সাইফুল ইসলাম সাঈফ
কোন ফুল দেখে হও বিহ্বল
কোন সুবাসে তুমি হও উচল?
কোন রঙে তুমি হও রাঙা
কী কারণে হৃদয় হয় চাঙা?
খেয়াল করেছো কী কামরাঙা ফুল?
কতো সুন্দর দেখতে যেমন নাকফুল।
পৃথক করা যায় বাতাসে ঘ্রাণ
দীর্ঘশ্বাসে সজীব হয়ে উঠে প্রাণ।
কেমন চোখে তুমি দেখো বিস্ময়
কী করলে তোমার হবে জয়।
ডালে ডালে পাখির মতো রইবো
সকালে উঠে প্রার্থনা উভয়ে করবো।
তোমার আমি খুশির কারণ হবো
শ্রেষ্ঠ গ্রন্থ তোমায় উপহার দেবো।
তোমার চোখের ঝলকানি রশ্মি দেখে
আত্মহারা; চিত্তে তোমার ছবি রেখে
হয়ে উঠেছি উদগ্রীব, তোমায় পেতে
শান্ত করো তুমি আমায় রাতে।
তুমি আমার কাঙ্ক্ষিত চিহ্নিত রূপ
সাড়া দাও, থেকো না নিশ্চুপ।
রাজি হয়ে যাও স্নিগ্ধ অপরূপ
দেখা দাও, স্বপ্নে দেখা অনুরূপ।
উত্তরা, ঢাকা।
২৭.০১.২০২৫
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: আপনি এমন কিছু লিখুন, যা পড়ে মানুষের ভালো লাগবে। মানুষ অনেকদিন মনে রাখবে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক আছে ভাই চেষ্টা করবো আপনাকে অনেক ধন্যবাদ
৩| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২
জটিল ভাই বলেছেন:
এভাবেই লিখুন মন খুলে,
নিজের ষোলআনা খুশি নিন তুলে ♥♥♥
২৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক আছে ভাই চেষ্টা করবো আপনাকে অনেক ধন্যবাদ
আমি ভালো আছি। আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবি