নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ডাগর সুরম্য
সাইফুল ইসলাম সাঈফ
পরিপূর্ণ আর পরিপক্ক এক তরুণী
ডাগর সুরম্য চোখ, কী চাহনি!
সাহস করে প্রথম বললাম হবে
না করে দিলো, কী ভেবে?
অবেলা আমার সোনালি সময় হারিয়ে
সনাক্ত করতে পারলাম চিত্ত দিয়ে।
যন্ত্রণা হচ্ছে খুব, নিরাশা, আশাহত
কোনো রমণীকে দেইনি মনে ক্ষত।
তার চেহারা আমি এখনো দেখেনি
তার গুণে মুগ্ধ, রত্নের খনি।
আমার পাশে ভীষণ দরকার সঙ্গিনী
আবার বললাম হও আমার রানী।
আমি রয়ে গেছি কেন আনাড়ি
বুঝি না কেন মনের তরী।
আর ভালো লাগে না বিষণ্ণতা
এবার চাই, দাও আল্লাহ পূর্ণতা।
দিকে দিকে কত দেখি উন্নতি
আমারও আছে ইচ্ছে সত্য প্রীতি।
একটা হলেও করেছি পূণ্য কাজ
আমার আছে ঘৃণা আর লাজ।
জড়ানো হয়নি এখনো নিষিদ্ধ সংগমে
জড়ানো হয়নি এখনো গোপন প্রেমে।
তবুও কেন আমার তছনছ জীবন
ছন্নছাড়া, খুব একা, দূরে আপন।
পারছি না অসহ্য হৃদয় জ্বালা
উজ্জ্বল করো দিন, ঝলমলে বেলা।
উত্তরা, ঢাকা।
০২.০২.২০২৫
©somewhere in net ltd.