নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ২৮।০২।১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপে

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৯

বিশ্বকাপে
সাইফুল ইসলাম সাঈফ

ফুলবল বিশ্বকাপে অসংখ্য দল
অংশগ্রহণ করে জয়ের জন্য
কত অনুশীলন করে প্রতিটি দল
কত যাছাই বাছাই করে শেষে
কাঙ্ক্ষিত সুযোগ আসে খেলার জন্য
যদি জিততে পারে পুরস্কার সেজন্য।
প্রতিটি দল, প্রতিটি খেলোয়াড় করে
কঠোর চেষ্টা, অজস্র দেয় উৎসাহ
অর্থেরও দেয় রাষ্ট্র যথেষ্ট যোগান
একে একে হারে প্রতিটি দল
একটি যায় জিতে, হয় সেরা
তাদের ডাকে হয় আকাশের তারকা।
যারা বিজয়ী তারাই কী কঠোর পরিশ্রমী?
যারা হারে, তারাও তো করে পরিশ্রম।
পৃথিবী জুড়ে প্রতিটি মানুষ করে চেষ্টা
মানুষ চায় জয়ের আনন্দ-তেষ্টা!
সবাই জয় অর্জন করার জন্য ছুটে
অসম্ভব জানা, কে কেমন ফুটে!
এছাড়া রয়ে যায় অসংখ্য অগোচরে
প্রতিটি মানুষের কথা, কে খবর রাখে।
বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল
ফুল থেকে ফল, এই ফল কার ভাগ্যে
সুনির্দিষ্ট ভাবে কে বলতে পারবে
মানুষের পক্ষে অসম্ভব বলা, তা ভেবে।
প্রতিটি মানুষ চায় বিজয়ের সুখ
তবু হারে, বিষাদ, যন্ত্রণা দুখ।
আমরাই হাসি আর আমরাই দুখি
আমরাই কাঁদি আর আমরাই সুখি!

উত্তরা, ঢাকা।
০৬.০২.২০২৫

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: একদম ফালতু কবিতা হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: তাই ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.