![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শুনেছি
সাইফুল ইসলাম সাঈফ
অনেক শুনেছি আমি
পুরুষের মুখে
আমি সুন্দর!
হায় আফসোস
কোনো রমণী বলল না
আমি সুন্দর!
কৈশোর কালে
কয়েকবার পুরুষ দ্বারা
হয়েছি যৌন হয়রানির শিকার
এখনও অনেকে হাত মেলালে
খারাপ স্পর্শ করে
সেজন্য গুমরে কেঁদে যাই মরে!
যৌন কারণে প্রায় প্রত্যেকে
হয়ে ওঠে বন্য হিংস্র
তখন খুলে ফেলে বস্ত্র!
পরিপক্ক সবার বৈধ রতিক্রিয়া করা উচিত
অবৈধ হলেই কঠোর সাজার
করতে হবে সুনিশ্চিত।
তলে তলে পুরুষ বা নারী দ্বারা
বহু শিশু, কিশোর ছেলে কিংবা মেয়ে
যৌন শিকার হয়, আছে অনেক নজির
এসবের জন্য মনে পড়ে বিরূপ প্রতিক্রিয়া।
উত্তরা, ঢাকা।
০৩.০৪.২০২৫
২| ০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: দরকারী কথা।