![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উপার্জিত অর্থে
সাইফুল ইসলাম সাঈফ
আমার অনুভব হচ্ছে সুখ
কারণ আমার উপার্জিত অর্থে
তোমার তাকদিরে রিযিক ছিল
যা আমার জন্য সৌভাগ্য!
ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেনি
তুমি আমার জীবনে চাঁদনি।
আবার ইচ্ছে হয় তোমাকে দেখার
তুমি ব্যতীত জীবন ছারখার!
আল্লাহ চাইলে হবে সারাজীবনের জন্য
রিযিকের জোগাড়; ভেবো না সেজন্য।
চাওয়া শুধু প্রেম, ভালোবাস, সম্মান
এটুকু, দেবো করব না কখনো অপমান।
আমার কাছে প্রকাশ কর যত কথা
শেয়ার কর যত না বলা ব্যথা।
সুখে খুশি হবে, দুখে কাঁদবে
সান্ত্বনা দেবো তাতে শক্তি পাবে।
ধরবে কি আমার খালি হাত?
প্রতিদিন দেখবো একসাথে প্রভাত।
সকল বিষয় তো পছন্দমত হবে না!
দেখো না! আমায় নিয়ে কল্পনা।
উত্তরা, ঢাকা।
০৮.০৪.২০২৫
০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৫
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: ভালো।