![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সরি
সাইফুল ইসলাম সাঈফ
যে দিন দেখা হলো
সে দিন মনে হয় তুমি
একটি গোলাপ ফুল
আমার কাছ থেকে
প্রত্যাশা করেছিলে
বোকা আমি আসেনি খেয়ালে।
পরে মনে হলো আমার
ফুল দেওয়া উচিত ছিলো।
আমার খুব ইচ্ছে করছে
তোমাকে দেখার আর একটি
লাল গোলাপ দেবো উপহার
সত্যি তুমি আমার কাছে বাহার!
আনাড়ী আমি খুব কমই বুঝি
আমার আছে কর্ম-রুজি।
তোমার প্রতিক্রিয়া পেলেই খুশি
দেখি অন্ধকারে তারা রাশি রাশি।
তোমার সাড়াতে হই সক্রিয়
তুমি আমার কাছে প্রিয়।
তোমার আগ্রহে রক্ত সঞ্চালন বাড়ে
এমন সুন্দর মানুষ কে ছাড়ে?
চিন্তা করোা না! স্বীয় খারাপ না
আমি ভুল-ত্রুটির ঊর্ধ্বে না।
ভুল হয়েছে দিতে ফুল
তোমার জন্য ভীষণ ব্যাকুল।
নিশ্চয় আমার হৃদয় খালি
লাগে নি চিত্তে এখনও কালি।
উত্তরা, ঢাকা।
০৯.০৪.২০২৫
১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৬
সাইফুলসাইফসাই বলেছেন: হুম ঠিক
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: কবিতায় জোর নাই। তেজ নাই। ধার নাই।