| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জুম্মাবার
সাইফুল ইসলাম সাঈফ
প্রতি শুক্রবার ইমাম এর নেতৃত্ব
মেনে নিয়ে আমরা মুসলিমরা
হই একত্রিত, হই সম্মিলিত
ভুলে যাই সবাই হৃদয় ক্ষত!
খুতবা শুনি আমরা একাগ্রচিত্তে
চলে আসি সকলে একই বৃত্তে।
কানায় কানায় পরিপূর্ণ প্রতিটি মসজিদ
ঐক্য থাকলেই মুসলিমের জিৎ-ঈদ।
তখন থাকে না কোনো দলীয় পরিচয়
একত্র থাকলে প্রত্যেকের সুনিশ্চিত বিজয়।
এসো দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
চলে যাই, সামনে এগিয়ে।
মতপার্থক্য আমাদের ভিন্ন করে
আল্লাহ, আল্লাহর রাসূলের বাণী অভিন্ন করে।
চলে এসো একই ছায়া তলে
পৃথিবী সাজবে ফুলে-ফলে।
কারো প্রতি হবে না জুলুম
এক সৃষ্টিকর্তা আমরা মালুম।
উত্তরা, ঢাকা।
০৭.-৫.২০২৫
২|
০৭ ই মে, ২০২৫ রাত ৯:৩৬
সাইফুলসাইফসাই বলেছেন: কী চিন্তা করে তা তো দেখি না বা দেখা যায় না, কিন্তু তারা যে কিছু সময়ের জন্য ভালো কাজের জন্য বিরত থাকে তা দেখি।
৩|
০৮ ই মে, ২০২৫ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: জুম্মাবার মানে দুপুরবেলা ব্যস্ত রাস্তা আটকে নামাজ পড়া।
০৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৫
সাইফুলসাইফসাই বলেছেন: জুম্মাবার রাস্তা ব্যস্ত থাকে না বড় ভাই যদিও থাকে তখন সবাই মেনে নেই বাধা দেয় না।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৯
যামিনী সুধা বলেছেন:
দেশের ৯০ ভাগ মিথ্যা বলে, ৪০ ভাগ অন্যের ক্ষতি করে, চুরি করে; এরা শুক্রবারে নামাজের সময় কি চিন্তা করে? আপনি ৯০ ভাগের মাঝে আছেন?