![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ডেউয়া গাছ
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় প্রত্যেকে দেখে চিনে না
মনে প্রশ্ন জাগে এটা কী গাছ?
ফলটাও অত জনপ্রিয় না
সচারচর দেখা মেলে না!
বড় সর গাছ পাতায় বড়া
ছায়া ঢাকা সজিব বাতাস মনকাড়া।
একব্যক্তির জমির উপর দাঁড়িয়ে
হেলে পড়েছে অন্য ব্যক্তির আঙিনায়।
প্রতিদিন ঝরে পড়ে শুকনো পাতা
সেজন্য বিরক্ত, কত কথা।
নিত্য অভিযোগ কেটে ফেলুন
এই ভেবে জ্বলে হৃদয় উনুন।
এবছর ধরেছে প্রচুর ফল
পরিপক্ক হওয়ার আগেই বিফল।
হঠাৎ একদিন ঝড়ো হাওয়া
মগডাল গেলো ভেঙে।
রক্ষা পেলো না ডেউয়া গাছটি
হারিয়ে গেলো উপকারী প্রাণটি।
উত্তরা, ঢাকা।
১২.০৫.২০২৫
১২ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ১২ ই মে, ২০২৫ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: গাছ কাটা সহজ। লাগিয়ে বড় করা কঠিন
১২ ই মে, ২০২৫ বিকাল ৪:০৫
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি বোন ঠিক, কাটা সহজ বড় করা কঠিন
৩| ১২ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৬
যামিনী সুধা বলেছেন:
আপনাকে ভারতে কি নিয়েছিলো; সে আরো লোকজনকে নিয়েছিলো?
৪| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
যামিনী সুধা বলেছেন:
আপনাকে ভারতে কারা নিয়েছিলো; তারা আরো লোকজনকে নিয়েছিলো?
১২ ই মে, ২০২৫ রাত ১০:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: এলাকায় নতুন একটি দোকান হয় এমব্রয়ডারি সেখানে পরিচিয় হয়। ঐ দোকানের তারা একে অন্যে সাথে ইন্ডিয়া নিয়ে আলোচনা করে। আমি তা শুনি এবং আমাকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বলি। একজন রাজি হয় এবং ঈদের দিন চলে যাই। আমি একা ছিলাম।
৫| ১৩ ই মে, ২০২৫ রাত ১০:৩২
সামিয়া বলেছেন: ভালো লিখেছেন
৬| ১৪ ই মে, ২০২৫ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ সকাল ১১:৫৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনাময় কবি দা