নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

নির্ভর

২১ শে মে, ২০২৫ সকাল ১১:২৫

নির্ভর
সাইফুল ইসলাম সাঈফ

অন্যের উপর নির্ভর, চলতে হয়
সেজন্য মান সম্মান হয়েছে ক্ষয়।
আমি বারবার স্বনির্ভর হতে চেয়েছি
কিন্তু প্রতিবার পরনির্ভর হয়ে চলেছি।
আমার ইচ্ছেগুলো বিজয়ের স্বাদ পায়নি
তবুও স্বপ্ন আমার কোনোভাবে দমনি।
প্রতিদিন সূর্য উঠে, সকাল হয়
আমার স্বপ্ন দেখে না উদয়।
কেন আমি চৌকস যুবক নই?
কেন আমি বিষাদের পড়ে রই?
আমি তো সত্য করেছি গ্রহণ
আমার ভালো লাগে শালীন আবরণ।
আমি তো অবৈধ করিনি রতিক্রিয়া
তবুও কেন মেলেনি বৈধ প্রিয়া?
দিনদিন ঝুঁকিপূর্ণ মন্দ প্রবাহের দিকে
সবাই শালীন না সমাজে চারদিকে।
অনাবৃত রমণীর সৌন্দর্য নজরে পড়ে
যা তিলেতিলে চিত্তে ক্ষতি করে।
বিত্তের জন্য কিছু্ই হলো না
আমার পূরণ; কেবল করি কামনা।
আল্লাহ তুমি এখনও দিলে না
আবার যুক্ত হয় নতুন যন্ত্রণা!
আমি হতে চাই জীবনে আত্মনির্ভরশীল
উন্নত করে দাও চিন্তা, দিল।
ছোঁয়া চাই যুবতীর নির্জনে একান্তে
হারিয়ে যেতে চাই সুখে অনন্তে!
কেন আমার প্রেয়সী জোটেনি জুড়েনি
পাগল করে দেয় ফুল কামেনি!
মায়া, প্রেম অনুরাগ জমে স্তুপ
কত থাকা যায় বলো চুপ?
মাঝে মাঝে ইচ্ছে জাগে ভাঙিব
যত নিয়ম-কানুন; সুন্দর দেখিব।
তাতেও আমি ব্যর্থ, খুব আনাড়ি
ইচ্ছে জাগে ছেড়ে যাই বাড়ি।

উত্তরা, ঢাকা।
২১.০৫.২০২৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৫ দুপুর ১২:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব কবি দা

২১ শে মে, ২০২৫ দুপুর ১২:৪৭

সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.