![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
লইট্টা মাছ
সাইফুল ইসলাম সাঈফ
আমি যেখানে থাকি
সেখান থেকে সমুদ্র অনেক দূরে
আমি জেলে নই
আমার চারপাশে জলাশয়ও নেই
আমি কখনও মাছ ধরিনি
আমার পক্ষে সম্ভবও না
উত্তাল বিশাল সাগরে গিয়ে
সুস্বাদু এই লইট্টা মাছ ধরা
তারপর রান্না করে, মজা করে খাওয়া
আমি কল্পনাও করতে পারিনি
যে মাছটি খেয়ে হজম করেছি
সেটা আমি ধরেনি তারপরেও
ঐ গভীর জলে থাকা মাছটি
আমার শক্তির জন্য আহার ছিলো
প্রতিদিন কতকিছু ভাবি আমার জন্য
তা অসম্ভব, কিন্তু বিভিন্নভাবে যা ঘটে
চমৎকার সহজ ও সম্ভব
সৃষ্টিকর্তার পরিকল্পনা নিখুঁত উদ্ভব।
উত্তরা, ঢাকা।
১৫.০৬.২৫
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ১৬ ই জুন, ২০২৫ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:২৫
রাজীব নুর বলেছেন: লইট্রা ভালো। কিন্তু আপনার কবিতা অখাদ্য।