| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাইফুলসাইফসাই
	আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উৎসুক
সাইফুল ইসলাম সাঈফ
নতুন কিছু উৎসুক হয়ে দেখি
সরে যায় চোখ, হলে চোখাচোখি!
ভাবনার সাথে মিল কম বাস্তব
কী আজব জগৎ, মানুষ উদ্ভব।
মার্জিত ভাষা খুব ভালো লাগে
ভয়ংকর হয়ে উঠি ভীষণ রাগে!
সুখের দিন সবাই ভাগাভাগি করে
প্রতিদিন দুখে কত মন মরে!
যত ফুল গাছে উৎসাহে ফুটে
সব সুবাস ছড়ায় না তটে।
সব ভাষা সকলে বুঝে না
কত চাহনি ভীষণ দোল-ভাবনা।
ক্লান্তির ঘুম হয় খুব প্রশান্তির
যোগ্য লোগ পৃথিবীর শ্রেষ্ঠ বীর।
কতকিছু ছিলো স্বপ্ন আজ সত্য
বলো দেখি কার এত কৃতিত্ব?
কেউ যায এগিযে কেউ পিছিয়ে
যুগ যুগ ধরে কারা হৃদয়ে?
প্রতিটি মানুষের আছে বেশ অবদান
হিসাব হবে, কৃতকর্মের পাবে প্রতিদান।
যে আমায় দেখেনি আঁক চিত্র
আমার; অজানায় রয়েছে কত বিচিত্র।
চোখের দেখায় হয় অসংখ্য ভুল
স্বাধীন হলেই সৃষ্টি নিয়ম বিপুল।
মিলেমিশে থাকাই চলার পথে উত্তম
জাতিতে জাতিতে বিশৃঙ্খলা, কখনো খতম।
অজস্র চিন্তা, চেতনা ছিলো অবাস্তব
বহুকিছু শেখায় যায় দেখে খোয়াব।
যুবক আর যুবতীর চিত্ত যদি
উন্মুক্ত হলেই মিলতো অহরহ বাদী।
উত্তরা, ঢাকা।
২৩/০৮/২৫
 
২৩ শে আগস্ট, ২০২৫  রাত ৯:০৬
সাইফুলসাইফসাই বলেছেন: আাছি ভালো আলহামদুলিল্লাহ। জ্বি অনেক দিন পর
২| 
২৫ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো।
 
২৫ শে আগস্ট, ২০২৫  সকাল ১০:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫  রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: কেমন আছেন, অনেক দিন পর।