![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
নতুন স্বপ্ন
সাইফুল ইসলাম সাঈফ
প্রায় যাওয়া হয় রাজলক্ষ্মী
বিভিন্ন কাজে ও এমনিতে
সচারাচর রাস্তা পার হই
ফুটওভার ব্রিজ দিয়ে
সিঁড়ি দিয়ে উঠতেই নজরে পড়ে
একটি মেয়ে, দশ-এগার হবে।
সে অন্ধ! চোখই নেই তার
মাথা নাড়িয়ে ক্রমাগত হাসে
অদ্ভুদ লাগে, ভাবনা আসে
একা একা দাঁড়িয়ে থাকে
হাতে একটি বাটি
কখনো বসে, রাত হলেই ছুটি।
সে দেখেনি রঙ, দেখেনি আলো
তার কাছে সবকিছু কালো।
চোখ বন্ধ করে চিন্তা করি
সে কার সাথে কথা বলে!
ভাবি তার হয়ত ইচ্ছে স্বপ্ন
দেখতে চায় মন পৃথিবী।
দেখতে পেলে ইচ্ছে জাগবে
নতুন কিছুর, নতুন স্বপ্ন।
উত্তরা, ঢাকা।
২৪.০৮.২৫
২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
২| ২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৩
সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ কবি
২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৪
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৭
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়েছে।