| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পেতে চাই
সাইফুল ইসলাম সাঈফ
নজরে পড়লে সরিয়ে ফেলতাম নজর
ফিরে তাকাতে সাহস হতো না
মনে মনে ভেবেছি সময় হলে-
এমনিই পাবো আর পাওয়া হলো না!
এড়িয়ে চলতাম সবসময়…
দরিদ্র ঘরের সন্তান, দেখতাম শুধু স্বপ্ন!
স্বপ্ন দেখে চলে যাই বিদেশ
স্বপ্নে আমি খুবই পারদর্শী
কিন্তু বাস্তবে একেবারেই বিফল
বাস্তবে আমি পেরে ওঠি না!
দিনশেষে আমার দিন যায় কঠিন
আমি এখনো দেখিনি সোনালি দিন।
রমণীর উষ্ণতা খুবই প্রয়োজন
পারিনি পারিনি করতে আয়োজন।
আমার যৌন কেলেঙ্কারি হয়নি প্রকাশ
ঘুরে বেড়িয়েছি ছিলো প্রচুর অবকাশ।
স্বজনেরা রাখেনি খবর বয়সে উপযুক্ত
কারণ হয়নি অর্থ-সম্পদ যথাযথ।
তোমাকে সাহস করে দিয়েছি বার্তা
তোমার সাথে প্রথম সাক্ষাৎ, কথা।
তোমাকে ছোঁয়ার জন্য ভীষণ ইচ্ছে
আর সহ্য হয় না, একাকিত্ব মিছে!
তোমার যদি আগ্রহ হয় তাহলে-
কথা দাও, তোমায় পেতে চাই।
জানতে চাইলে জানাবো হৃদয়
প্রতারক নই, পেয়োনা ভয়!
উত্তরা, ঢাকা।
২৩.১১.২৫
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ- খুশি হলাম সুন্দর মন্তব্যে জন্য
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:২৯
বাজ ৩ বলেছেন: আপনি উত্তরা কত নম্বরে থাকেন?
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: সেক্টর-৫ এর পাশের এলাকা দলিপাড়া
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর প্রেমের কবিতা
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: ধন্যবাদ বোন কেমন আছেন আপনি
৪|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: পেলে জানাইয়েন।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৭:২৭
বাজ ৩ বলেছেন: দারুন কবিতা লিখেছেন,হৃদয়ের ব্যাথা কবিতায় প্রকাশিত হয়েছে।শুভকামনা রইলো