| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
শূন্যতার ছাপ
সাইফুল ইসলাম সাঈফ
দু’চোখে শূন্যতার ছাপ
হারিয়ে যাচ্ছে হৃদয় উত্তাপ!
ধরো এই হাত, ধরো এই হাত
যন্ত্রণায় যায় প্রতিটি রাত!
নক করলাম তোমার চিত্ত দরজায়
তুমি থাকো আমার ভাবনায়।
এসো সংসার পাতি চড়ুই পাখির মতো
ভুলে যাবে বিষাদ যতো।
আর করোনা অযথায় সময় নষ্ট
ভুলে যাও অহেতুক কষ্ট!
হৃদয়ে ঠাঁই দিলাম তোমায়
এটা না শুধু কথায়।
এসো মিলন করি সুখের
চিহ্ন রবে না দুখের।
আমার ভীষণ আগ্রহ, ইচ্ছে
অযথায় সময় মিছে যাচ্ছে।
তুমি রাজি হলে খুশি
আনন্দে যাবে খুব নিশি!
উত্তরা, ঢাকা।
২৫.১১.২৫
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫২
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২|
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: এমন কবিতা লিখুন যেন মানুষের হৃদয়ে ধাক্কা দেয়, দোলা দেয়, ছাপ ফেলে।
২৬ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৩
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ভাই চেষ্টা করছি হয় না ভালো কবিতা
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৯
দানবিক রাক্ষস বলেছেন: সুন্দর