| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাঙ্খিত রমণী
সাইফুল ইসলাম সাঈফ
যখনই জানতে পেলাম তোমার আহ্বান
তখনই মনে হচ্ছিল এখনই চলে যাই
‘এতই খুশি খুশি লাগছিলো
তর সইছে না, উদগ্রীব।
দিনটা ছিল শুক্রবার
জুম্মার নামাজ পড়ে রওনা না দিলাম।
তোমাকে জানিয়ে চলে গেলাম
তোমার বলে দেওয়া ঠিকানায়।
আমি তোমার জন্য অপেক্ষায়
আর ভাবছি কখন তুমি আসবে
হবে কাঙ্খিত দেখা
হঠাৎ তোমার কল
আমি যে পাশে দাঁড়িয়ে
সেখানটার বিপরীত পাশে গোলচত্বরে
তোমাকে দেখে কী যে বিস্ময়
তড়িঘড়ি করে গেলাম তোমার সামনে
জিজ্ঞাসা করলাম কেমন আছেন?
তুমিও জানতে চাইলে কেমন আছি?
তারপর তুমি বললে চলুন কোথাও বসি
প্রথমে তুমি যেদিকে চললে আমিও সাথেসাথে
খেয়াল করেছ কি, যখন সামনাসামনি বসে
তুমি মুখোশ খুলে আইসক্রিম খাচ্ছিলে
আমি সাহস করে তোমাকে
দেখার চেষ্টা করছিলাম
কিন্তু অপলক তাকিয়ে থাকতে পারছিলাম না
তবুও দেখতে থাকলাম, কত সুন্দর!
আমার কাঙ্খিত রমণী
কল্পলোকে দেখা রানী!
উত্তরা, ঢাকা।
২৫.১১.২৫
©somewhere in net ltd.