| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হে রূপবতী
সাইফুল ইসলাম সাঈফ
হে রূপবতী তুমি হৃদয়ের অনুভূতি
দাও না প্রিয় আমায় প্রতিশ্রুতি
হৃদয় ফলকে তোমার প্রতিচ্ছবি
তোমায় ভেবে ভেবে হবো বিখ্যাত কবি।
তোমার সৌন্দর্যের মোহে আটকে গেছি
তুমি বিহীন কঠিন যন্ত্রণায় আছি।
তোমার কথা কত বিচিত্রভাবে লিখে রাখি
উড়তে চাই একসাথে যেমন পাখি।
তোমার চালাকি আমার পছন্দ
যা আমার ভীষণ আনন্দ!
চিরকালই থাকতে চাই তোমার পাশে
দিনগুলো যায় যেনো প্রেমের আবেশে।
তোমার রূপ দেখতে মুখিয়ে
বংশধারা বৃদ্ধি পাক তোমায় দিয়ে।
তুমি পরিপূর্ণ, কী যে লাবণ্য
বেহুদা হারিয়ো না সতেজ তারুণ্য।
আমার এখন প্রেম, ভালোবাসা জরুরী
অনুরাগ ছাড়া তুমি নও অপ্সরী!
তোমায় ডাকি মনে মনে
তোমায় দেখি ঘুমের ঘোরে স্বপ্নে!
তোমার সাথে ইচ্ছে বৈধ রতি
কারণ তুমি খুবই বুদ্ধিমতি।
তোমার সঙ্গ পেলে সফল সামনে
তুমি পাশে থাকলে বাঁচবো সসম্মানে।
উত্তরা, ঢাকা।
০৩.১২.২৫
©somewhere in net ltd.