নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ই ফাল্গুন ১৩৯৪। ২৯।০২। ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

হাল

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৯

হাল
সাইফুল ইসলাম সাঈফ

যখনই কোনোকিছু আরম্ভ করি
কিছু‍দিন পর হাল ছেড়ে দেই!
নতুবা হাত ছাড়া হয়ে যায়
ইচ্ছে, স্বপ্ন হারিয়ে যায়।
কয়েক মাস যেতে না যেতেই এমন
আছে আরো বিশেষ কারণ।
অস্থীর লাগে, লাগে বন্দি
যাদের সাথে ওঠা বসা, কথার বেমিল।
তাই হয় না তাদের সাথে সন্ধি
তাই ভীষণ একলা, নীরবে কাঁদি!
মনের বাসনা খুব দেখবো পৃথিবী
হয় না পূরণ কেবল স্বপ্ন আর ভাবি।
যেখানে থাকি তার আশেপাশেই ঘুরি
যেতে পারি না দূরে, বহুদূরে, আহাজারি!
সত্যি বলছি তুমিই প্রথম হৃদয় দোল
এছাড়া সব আমার আবোল তাবোল!
কী করলে তোমার কাছাকাছি হবো?
কী করলে তোমার মনে প্রবেশ করবো?
তুমি কি চাও হাল ছেড়ে দেই?
তুমি কি চাও আমি বিষাদে রই?
হে রূপবতী তুমি একমাত্র আশা
খুব যন্ত্রণা যখন আমার নিরাশা।
তোমার ঐ দু’চোখ দেখেই আগ্রহ
তোমায় দেখতে চাই অপলক প্রত্যহ।
দুনিয়াতে থাকে মানুষে মানুষে ফারাক
এই দরিদ্র দেখতে চায় তোমার ঝলক!
তোমার পছন্দের সাথে কত মিল
দিয়ে দিলাম তোমায় তাজা দিল!
এখনও সুরভিত, তোমার স্পর্শে হবে আলোকিত
হে প্রিয় অবহেলা করোনা, করো অনুপ্রাণিত।
পাশে নেই কেউ তাল মিলানো সঙ্গ
করিনি করিনি আমি লীলা, রঙ্গ!

উত্তরা, ঢাকা।
০৬.১২.২৫

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০২

সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা লিখেেছেন প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.