![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আ হ ম মুস্তফা কামাল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ শেষে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন কামাল। আর আইসিসির মধ্যে যা হচ্ছে তা মেনে নিতে না পেরে আইসিসির সভাপতির পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন। তিনি বলেছেন, "আমি বিশ্বকে এটা জানাতে চাই যে আইসিসির ভেতরে কি হচ্ছে। কেমন অসাংবিধানিক কাজ হচ্ছে। বিশ্বকে জানাতে চাই সত্যটা কি। আমরা চাই ক্রিকেট কলুষমুক্ত হোক। পবিত্র মানুষের হাতে ক্রিকেট যাক। এখন আইসিসি যাদের হাতে আছে তাদের সাথে কাজ করা সম্ভব না।" হযরত শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর তিনি সাবেক সভাপতি হিসেবে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। এবং তার সময়ে যারা তাকে সমর্থন দিয়েছেন তাদের এবং ১৬ কোটি বাংলাদেশীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়নের ট্রফি দেয়ার কথা ছিলো কামালের। কিন্তু তার বদলে অসাংবিধানিকভাবে আইসিসি চেয়ারম্যান শ্রী নিবাস ট্রফি দেন। এটা ফাইনালের আগের দিন মিটিং করে সিদ্ধান্ত নেয়া হয় বলেই জানান কামাল। তিনি বিষয়টির প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি বলে জানান তিনি। এই তথ্য জানিয়ে কামাল উপস্থিত সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন। বলেন তার পদত্যাগ করা উচিত কি না। তারপর বলেন, "আমি পদত্যাগ দিতে চাই। এখন ধরে নিন আমার পদত্যাগ চলে যাবে। আমি এখন বক্তব্য রাখছি আইসিসির সাবেক সভাপতি হিসেবে।"
তিনি আরো একবার জানান, বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের দিন প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার করা হয়নি। ভুল সিদ্ধান্ত এসেছে। কামাল বলেন, সেদিন প্রযুক্তি পুরোপুরিভাবে ব্যবহার করা গেলে হয়তো আম্পায়ারদের এত ভুল হতো না।তিনি বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের আবেগের দিকে খেয়াল করেই আইসিসির সভাপতির পদ ছেড়ে দিলেন তিনি।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৪
আমজনতা এক্সপ্রেস বলেছেন: ১৬ কোটি মানুষের আবেগের জন্য না , চ্যাম্পিয়নের ট্রফি দিতে দেয়নি বলে আপনি সভাপতির পদ ছেড়ে দিলেন । ১৬ কোটি মানুষের আবেগের দিকে খেয়াল করলে, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়ার পরই আপনি পদত্যাগ করতেন।আর, আইসিসির সভাপতি হয়েও বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের দিন প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার কেন নিশ্চিত করতে পারলেন না ? এ দায় কি আপনার নয়?
৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩২
আমি তুমি আমরা বলেছেন: ভালো।
৪| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২১
ঢাকাবাসী বলেছেন: শেয়ার কেলেঙ্কারি...
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮
তিক্তভাষী বলেছেন: ভালো।