নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরে আলম সৈকত মজুমদার

আমি একজন শিক্ষার্থী

নুরে আলম সৈকত মজুমদার › বিস্তারিত পোস্টঃ

সিটি নির্বাচন স্বচ্ছ-বিশ্বাসযোগ্য করার আহ্বান বান কি মুনের

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২২

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একই সঙ্গে কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতা থেকে দেশ ‘শান্তিপূর্ণ’ অবস্থায় ফিরে আসায় স্বাগত জানিয়েছেন তিনি।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পক্ষে এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার অবসান হওয়ায় বান কি মুন স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে উৎসাহিত করেছেন মুন। একই সঙ্গে এই নির্বাচন যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মুখপাত্র আরো বলেন, বান কি মুন আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার উদ্দেশ্যে দেশটির সব রাজনৈতিক দল তাদের মতপার্থক্য দূর করার পথ শিগগিরই খুঁজে বের করবে। স্থিতিশীলতা ও এসব বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে জাতিসংঘ পূর্ণমাত্রায় প্রতিশ্রুতিশীল রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১০

নীল আকাশ ২০১৪ বলেছেন: দুই গালে জুতা দিয়া দুইটা বাড়ি দিতে পারলে মনটা শান্ত হইত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.