নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরে আলম সৈকত মজুমদার

আমি একজন শিক্ষার্থী

নুরে আলম সৈকত মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বিশেষ কিছু

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৯

জি৩ স্মার্টফোনের বিশাল সফলতার পর পরের সংস্করণ জি৪ আনছে কোরিয়ার টেক জায়ান্ট এলজি। সম্প্রতি জি ফ্লেক্স স্মার্টফোনটি দিয়ে এমনিতেই তারা আলোচনায় রয়েছে। আশা করা যায়, ২৮ বা ২৯ এপ্রিলে তারা বিশ্বের বেশ কয়েকটি দেশের বাজারে ফ্ল্যাগশিপ ফোনটি ছাড়বে।

এলজি জি৪-এর গোটা তথ্য এখনো উন্মোচিত হয়নি। তবে এর আগে ফাঁসকৃত বিভিন্ন তথ্য জোগাড় করেছেন সি নেটের বিশেষজ্ঞরা। এসব তথ্য তুলে ধরা হয়েছে এখানে।

জি৪ এর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর। একে গতি দেবে ৩ জিবি র‍্যাম। ধারণা করা হচ্ছে, পর্দাটি ৫.৫ ইঞ্চি মাপের হবে। তবে জি৩র পর্দার চেয়ে কিছুটা বড় হতে পারে। থাকছে কোয়াড এইচডি (২৫৬০x১৪৪০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এলজি জানায়, কিউএইচডি এলসিডি প্যানেলের চেয়ে এর উজ্জ্বলতা ৩০ শতাংশ বেশি এবং কন্ট্রাস্ট ৫০ শতাংশ বেশি।

টাচ স্ক্রিন পর্দার গুণগত মান অ্যাডভান্সড টেকনোলজির মাধ্যমে আরেক ধাপ বৃদ্ধি করার গুজব রয়েছে। এতে ব্যবহৃত হবে অ্যাডভান্সড ইন-সেল টাচ (এআইটি)।

এর পেছনের ক্যামেরা আলাদা যত্নে গড়া হয়েছে। ১৬ মেগাপিক্সেল ওয়াইড রেঞ্জ ক্যামেরা যাতে রয়েছে লেজার ফোকাস এবং এফ/১.৮ অ্যাপারচার। অর্থাৎ কম আলোতে দারুণ কাজ করবে এটি।

জি৩ এর চেয়ে জি৪-এর আকার কিছুটা বড় হবে। এর যে ছবি দেওয়া হয়েছে যা জি৩ এবং কি ফ্লেক্স ২-এর মিশ্রণ বলে মনে হচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকে আরো আকর্ষণীয় করতে জি৪-এর জন্যে নিজস্ব সফটওয়্যার দেওয়া হয়েছে। নতুন সফটওয়্যার ইউএক্স ৪.০ ইন্টারফেস যা শতভাগ উপভোগ্য হবে। ক্যামেরা, গ্যালারি এবং স্মার্টার অ্যালার্ট ও নোটিফিকেশনের জন্যে বিশেষ সুবিধা দেওয়া হবে।

এখন শুধু অপেক্ষার পালা। যেসব তথ্য ফাঁস হয়েছে, তার চেয়ে আরো বেশি থাকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.