![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্তান জন্মের পর মেয়েটি আর তার মায়ের দেখা পায়নি। এরপর দীর্ঘ ৪৯ বছর কেটে গেছে। অবশেষে সন্তান তার সত্যিকার মায়ের দেখা পেয়েছে। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যাশএবল।
সন্তান জন্মের পরেই হাসপাতাল কর্তৃপক্ষের ভুলের কারণে জেলা জ্যাকসনকে জানানো হয়েছিল তার সন্তান মারা গিয়েছে। এরপর তাকে ভুলক্রমে তুলে দেওয়া হয় অন্য এক বাবা-মায়ের কাছে। এভাবেই কেটে যায় দীর্ঘ ৪৯টি বছর।
জেলা জ্যাকসনের বয়স এখন ৭৬ বছর। তার সন্তান ডিয়ান গিলমোরের বয়স ৪৯ বছর। হাসপাতাল থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে প্রথমবারের মতো তারা মিলিত হলেন ৪৯ বছর পরে।
১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের হোমার জি. ফিলিপস হাসপাতালে জন্মগ্রহণ করেন ডিয়ান।
জেলা জ্যাকসন জানান, ‘৪৯ বছর আগে সে সময় সন্তান জন্মের তিন ঘণ্টা পর একজন নার্স এসে আমাকে জানান তিন মাস আগেই জন্মগ্রহণকারী তার অপরিণত শিশু জন্মের পরেই মারা গিয়েছে।’
এরপর অবশ্য শিশুটি বেঁচে ছিল এবং তাকে অন্য একটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যদিও জানানো হয় যে, শিশুটির মা শিশুটিকে ত্যাগ করেছেন।
গিলমোরের বয়স যখন ২০ বছর হয় তখন তার পালক মা মারা যান। তাকে অন্য একটি রাজ্যে চলে যেতে হয়। তবে তখন থেকেই তিনি তার মায়ের সন্ধান শুরু করেন। এরপর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খোঁজ করে তিনি তার প্রকৃত মায়ের সন্ধান পান। তবে এর আগে ডিএনএ স্যাম্পল পরীক্ষা করেও বিষয়টি নিশ্চিত হয়।
এ বিষয়টি যে হাসপাতালের ভুলের কারণে হয়েছিল সেই হোমার জি. ফিলিপস হাসপাতালটি ১৯৭৯ সালেই বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে সেখানে বয়স্কদের থাকার জন্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বানানো হয়েছে।
©somewhere in net ltd.