![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে ভুয়া লাইকের ব্যবসা করে অনেকের মুখে চওড়া হাসি ফুটেছে। গতকাল শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া লাইক ব্যবসায়ীদের মুখের হাসি কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা এমন যুদ্ধ ঘোষণা করেছে যে, অনেকেই দোকান বন্ধ করে পালাতে বসেছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ভাইরাসপূর্ণ সফটওয়্যার ব্যবহার করে লাইক বাড়ানো, ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও কম পয়সায় লাইক বাড়িয়ে নেওয়ার মতো কাজগুলো শনাক্ত করার প্রযুক্তি চলে এসেছে ফেসবুকের হাতে।
ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ. কেনেম চেভিয়ার এক ব্লগ পোস্টে লিখেছেন, ভুয়া লাইক ও স্প্যামার শনাক্ত করার পদ্ধতি উন্নয়ন করতে কাজ করে যাবে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্টধারীদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এখন যে পদ্ধতি গ্রহণ করছি তাতে ভুয়া লাইক ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠবে।
চেভিয়ার আরও বলেন, গত ছয় মাস ধরে ফেসবুক ভুয়া লাইক ঠেকানো প্রচেষ্টায় সফল হয়েছে। ভুয়া লাইক নির্দিষ্ট পেজে পৌঁছানোর পরপরই তা মুছে দিতে সক্ষম হয়েছে ফেসবুক। এতে ভুয়া লাইকধারী অনেক ব্র্যান্ডের লাইকসংখ্যা কমে গেছে এবং ভুয়া লাইক দেখিয়ে ব্যবসা করা হচ্ছে না। এ ছাড়াও কোনো পেজে ভুয়া লাইক থাকলে তা পেজ কর্তৃপক্ষকে নোটিফিকেশন দিয়ে সরিয়ে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুকে ভুয়া লাইক আর চলবে না। ভুয়া অ্যাকাউন্ট থেকে লাইক দেওয়া হলে তা ফেসবুক ব্যবহারকারীদের যেমন খারাপ লাগে তেমনি তা ফেসবুকের জন্যও ক্ষতিকর। ফেসবুক ব্যবহারকারীরা যেহেতু আসল সংযোগ ও বিজ্ঞাপনের ফল চান সেহেতু ফেসবুকে ভুয়া লাইকের কোনো স্থান হবে না।
২| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১
তাসজিদ বলেছেন: good good
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো ও খুশির সংবাদ।