নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরে আলম সৈকত মজুমদার

আমি একজন শিক্ষার্থী

নুরে আলম সৈকত মজুমদার › বিস্তারিত পোস্টঃ

ইউটিউবে যোগ হচ্ছে আঞ্চলিক ভাষা

১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। ব্যবহারকারীদের কাছে ইউটিউবকে জনপ্রিয় করতে নতুন পদক্ষেপ নিল ইউটিউব। এবার বিভিন্ন আঞ্চলিক ভাষাতেই ইউটিউবকে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।ইউটিউবের বিভিন্ন অপশনগুলিতেও এই ভাষা দেখতে পাবেন। শুধু তাই নয় নিজের এই ভাষাগুলির মাধ্যমে বিভিন্ন ভিডিওকে সার্চ করতে পারবেন ব্যবহারকারী।ইউটিউবের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।
ইউটিউবের তরফে থেকে জানানো হয়েছে, নতুন আরও ১৫টি ভাষা ইউটিউবে যোগ করা হয়েছে। নতুন ভাষাগুলো যোগ হওয়ায় এখন ইউটিউবকে মোট ৭৬টি আলাদা আলাদা ভাষায় দেখা যাবে। এই ১৫টি ভাষার মধ্যে ভারতের পাঞ্জাবি ভাষাকে যুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য ভাষাগুলির মধ্যে জর্জিয়ান, কিরগিজ, নেপালি, সিংহলি, বার্মিজ, উজবেকর মতো ভাষাগুলি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই ইউটিউবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার নতুন সুবিধার কথা ঘোষণা করেছিল। যদিও এই পরিষেবা পেতে ব্যবহারকারীকে মাসে দশ ডলার দিতে হবে। বলার অপেক্ষা রাখে না নতুন এই ঘোষণাগুলি ইউটিউবের জনপ্রিয়তাকে আরও কয়েকগুণ বাড়াবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.