নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নুরে আলম সৈকত মজুমদার

আমি একজন শিক্ষার্থী

নুরে আলম সৈকত মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মাথায় আঘাত লেগে ক্রিকেটারের মৃত্যু

২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮

অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু এখনো ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে। এবার বাইশ গজে প্রাণ হারালেন আরেক ক্রিকেটার। নাম অঙ্কিত রাজ কেশরী। ভারতের পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব-১৯ রাজ্য দলের অধিনায়ক ছিলেন তিনি।
হিউজের মতোই খেলতে গিয়ে মাথায় ও ঘাড়ে চোট লাগে তার। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এর তিনদিন পর আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান ২১ বছর বয়সী এ ক্রিকেটার।
অঙ্কিত ক্লাব স্তরে ইস্টবেঙ্গলের হয়ে খেলতেন। এমনকি রাজ্যের সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলেন।
গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে ক্লাব স্তরে খেলা চলছিল ভবানীপুর ও ইস্টবেঙ্গলের মধ্যে। সেখানেই খেলার মাঝে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ উঠলে অঙ্কিত সেটা ধরার জন্য ছোটেন। অন্যদিকে অঙ্কিতের এক সহ-খেলোয়াড়ও পাশ থেকে ওই ক্যাচ ধরতে ছুটে যান। সেইসময় দুজনের ধাক্কা লাগলে অঙ্কিত সঙ্গে সঙ্গে মাঠে পড়ে গিয়ে জ্ঞান হারান। তখনি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই পরিবারের লোকজনকে খবর দেয়া হয়। অবশেষে আজ সকালে মারা যান তিনি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.