![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্ট দলে মাশরাফি নেই। তিনি থাকবেন না সেটা আগেরই কথা। এই ভার্সন থেকে আগেই বিদায় নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। তবে গত কয়েকদিন ধরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জিতে যে ভাবে সাড়া জাগিয়েছেন, তাতে তাকে ছাড়া বাংলাদেশ জাতীয় দলটা যে বডড নিরলস। তাতে কি? মাঠের বাইরে থেকে সতীর্থদের প্রতি মাশরাফির ভালোবাসাতো থাকছেই। টেস্ট দলে বেশ কয়েকজন ক্রিকেটারের অর্ন্তভূক্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই নতুন মুখ, আবার জাতীয় দলে ফেরার সংখ্যাও কম নয়। ১৪ সদস্যের তালিকায় নতুনদের মধ্যে আছেন লিটন কুমার দাস, মোহাম্মদ শহিদ, জুবায়ের হোসেন। অন্যদিকে টেস্ট প্রত্যাবর্তন করেছেন শুভাগত হোম চৌধুরী, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, মমিনুল হক ও শাহাদাত হোসেন। টেস্ট দলে মাশরাফি বিন মর্তুজা ছাড়াও নেই নাসির হোসেন, তাসকিন আহেমেদ, সাব্বির রহমান রুম্মন, আরাফাত সানি ও মোস্তাফিজুর রহমান। আগামী ২৮ এপ্রিল মুশফিকুর রহিমের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। তার সহযোগী থাকছেন তামিম ইকবাল। খুলনা আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে এদিন টেস্ট ক্যাপ পড়তে পারেন সৌম্য সরকার, লিটন কুমার দাস ও মোহাম্মদ শহিদ।
সৌম্য সরকারকে সুযোগ করে দেয়া হয় মূলত বিশ্বকাপে তার ভালো পারফরম্যান্সের কারনে। ছয় ম্যাচে তিনি ১৭৫ রান করেছেন। এছাড়া পাকিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৭ ও ২০ রান করলেও পরের ম্যাচে অপরাজিত ১২৭ রান করে হয়েছেন ম্যাচ সেরা। অন্য দিকে লিটন কুমার দাস ঘরোয়া ক্রিকেট লিগে অসাধারন নৈপুন্য তুলে ধরায় তাকে সুযোগ করে দেয়া হয়েছে। তিনি গত বছর জাতীয় লিগের সাত ম্যাচে দুটি ডাবল ও তিনটি সেঞ্চুরিসহ মোট ১০২৪ রান করেছেন। প্রিমিয়ার লিগেও তিনি দারুন নৈপুন্য দেখিয়েছেন। ১৬ ম্যাচে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮৬ রান। ডান হাতি সীমার শহিদ ৫৬টি প্রথম শ্রেনী ক্রিকেটে উইকেট লাভ করেছেন। এছাড়া তিনি সকল পেস বোলারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১৮ উইকেট লাভ করেছেন।
লিটন কুমার ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে এবং সৌম্য সম্প্রতি ওডিআইতে পারফর্ম করে টেস্ট দলে জায়গা পেয়েছেন।
টেস্ট দল : মুশফিকুর রহিম (অধি.), তামিম ইকবাল (সহঅধি.), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ শহিদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫
টি এম মাজাহর বলেছেন: শাহাদাত কেন টেস্ট দলে? সাম্প্রতিক কী এমন পারফরম্যান্স করেছে যে তাকে দলে নিতেই হবে?? আর আনামুল ফিরেই দুই ইনিংসে করলো যথাক্রমে ৯৪ আর ১১১, ওর পার্টনার কায়েস দুই ইনিংস মিলিয়েই ৫০ করতে পারলো না, সেখানে কায়েসকে নেয়া অবিচার নয় কি? ভালো কথা, আল ্আমিন কোথায়?